Header Ads

How to verify Facebook (Profile/Page)-ফেসবুক ভেরিফায়েড করবেন যেভাবে !

 

facebook page or profile verification

খুব সহজেই যদি ফেসবুকে আপনার নামের পাশে নীল বৃত্তাকারে সাদা টিক চিহ্ন দেখা যায় তাহলে কেমন হয়? একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে আপনার নামের পাশে ‘ব্লু-ব্যাজ’ তো থাকতেই পারে।

ফেসবুক বলছে, প্রোফাইল বা পেইজের পোস্ট ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্য করতে সাহায্য করবে ব্লু-ব্যাজ। সাংবাদিক, রাজনীতিবিদ, তারকা হিসেবে সহজেই ফেসবুক প্রোফাইল ভেরিফায়েড করা যায়। এছাড়া নির্ধারিত ক্যাটাগরির ফেসবুক পেইজও ভেরিফায়েড করা সম্ভব।

নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রোফাইল বা পেজ ভেরিফাই করলেই ব্লু-ব্যাজ পাওয়া যায়। প্রোফাইল বা পেইজের সত্যতা নিশ্চিতকরণ ও গ্রহণযোগ্যতা বাড়াতে ফেসবুক দীর্ঘদিন ধরে এমন সুবিধা দিচ্ছে।

আজ আপনাকে জানাবো ফেসবুক প্রোফাইল ও পেইজ ভেরিফায়েড করবেন যেভাবে-

১. প্রথমে এই ঠিকানায় প্রবেশ করুন।

২. এরপর পেইজ বা প্রোফাইল নির্বাচন করুন।

facebook page or profile verification

৩. দেশ নির্বাচন করুন।

facebook page or profile verification

৪. ক্যাটাগরি নির্বাচন করুন।

facebook page or profile verification

৫. অফিসিয়াল আইডি (যেমন- জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ফোন বা ইউটিলিটি বিল ইত্যাদি) এর স্ক্যান কপি আপলোড করুন।

facebook page or profile verification

৬. নির্ধারিত বক্সে কেন ভেরিফাই করতে চান তা উল্লেখ করুন।

facebook page or profile verification

৭. এই বক্সে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিংকগুলো দিন।

facebook page or profile verification

৮. এবার Send বাটনে ক্লিক করে সাবমিট করুন।

সব তথ্য দিয়ে সাবমিট করার কিছু সময়ের মধ্যেই ফেসবুক আপনার আবেদনের অবস্থা জানাবে।


Search Tags:  verify facebook, blue verify, verify facebook id, verify facebook profile, blue verify facebook profile, blue verified facebook page,  blue verified facebook profile, blue verified, facebook account verification. 

No comments

Powered by Blogger.